Freelance
বর্তমানে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের অবস্থা অনেকটা এরকম। বায়ার এর থেকে সেলার বেশি আমি বলতেছিনা আপনি ফ্রিল্যান্সিং পারবেন না বা এই ফিল্ডে আসিয়েন না। আপনি অবশ্যই পারবেন। কিন্তু কিছু বাস্তব কথা বলবো যেটা হয়তো কোন ফ্রিল্যান্সিং শেখানো কোচিং সেন্টার বা কেউ বলবেনা। আপনাকে স্কিলড পার্সন হতে হবে। কোন কাজ করতে পারা আর সেই কাজে এক্সপার্ট হওয়ায় মাঝে কিন্তু পার্থক্য আছে। আপনি প্রোগ্রামিং ১মাসে শিখতে পারবেন কিন্তু এক্সপার্ট হতে পারবেন না। প্রফেশনাল কাজ করতে পারবেন না।এটা সব সেক্টরেই সত্যি। সব বায়ার চাইবে এক্সপার্ট কেউ যেন তার কাজ করে দেয়। আর বর্তমানে এক্সপার্ট না হয়ে কাজ পাওয়া আরও বেশি কঠিন কারণ সেলার অনেক বেশি হয়ে গেছে। তাই সময় আর ধৈর্য ধরে আগে কোন কাজ ভালোভাবে শিখুন। ফ্রিল্যান্সিং করতে ধৈর্য লাগবে প্রচুর। ধরে নিলাম আপনি কোন কাজ ভালোভাবে পারেন। মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খুললেন। আপনি কিন্তু সাথে সাথেই কাজ পেয়ে যাবেন না। যদি ভাগ্য ভালো থাকে তাহলে পেয়েও যেতে পারেন। আপনার প্রথম কাজ পেকে ১-২ মাস সময় লেগে যেতে পারে। কিন্তু আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে এবং আরো দক্ষতা বাড়াতে হবে। ফ্রিল্যান্সিং কখনো মে...