Freelance

 বর্তমানে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের অবস্থা অনেকটা এরকম। বায়ার এর থেকে সেলার বেশি

আমি বলতেছিনা আপনি ফ্রিল্যান্সিং পারবেন না বা এই ফিল্ডে আসিয়েন না। আপনি অবশ্যই পারবেন। কিন্তু কিছু বাস্তব কথা বলবো যেটা হয়তো কোন ফ্রিল্যান্সিং শেখানো কোচিং সেন্টার বা কেউ বলবেনা।

  • আপনাকে স্কিলড পার্সন হতে হবে। কোন কাজ করতে পারা আর সেই কাজে এক্সপার্ট হওয়ায় মাঝে কিন্তু পার্থক্য আছে। আপনি প্রোগ্রামিং ১মাসে শিখতে পারবেন কিন্তু এক্সপার্ট হতে পারবেন না। প্রফেশনাল কাজ করতে পারবেন না।এটা সব সেক্টরেই সত্যি। সব বায়ার চাইবে এক্সপার্ট কেউ যেন তার কাজ করে দেয়। আর বর্তমানে এক্সপার্ট না হয়ে কাজ পাওয়া আরও বেশি কঠিন কারণ সেলার অনেক বেশি হয়ে গেছে। তাই সময় আর ধৈর্য ধরে আগে কোন কাজ ভালোভাবে শিখুন।
  • ফ্রিল্যান্সিং করতে ধৈর্য লাগবে প্রচুর। ধরে নিলাম আপনি কোন কাজ ভালোভাবে পারেন। মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খুললেন। আপনি কিন্তু সাথে সাথেই কাজ পেয়ে যাবেন না। যদি ভাগ্য ভালো থাকে তাহলে পেয়েও যেতে পারেন। আপনার প্রথম কাজ পেকে ১-২ মাস সময় লেগে যেতে পারে। কিন্তু আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে এবং আরো দক্ষতা বাড়াতে হবে।
  • ফ্রিল্যান্সিং কখনো মেইন পেশা হিসাবে নিবেন না। আলাদা ইনকামের ব্যবস্থ রাখতে হবে। কোন মাসে ১০০০+ ডলার ইনকাম করতে পারেন আবার হয়তো কোন মাসে ০০। কখনো কাজ পাবেন আবার কখনো কাজ পাবেন না। আর একটু ভুল করলেই অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যেতে পারে। এজন্য সবসময় আলাদা ইনকাম সোর্স রাখবেন।
  • ফ্রিল্যান্সিং সবার জন্য নয়। যে সময় আর ধৈর্য ধরে কাজ করে যেতে পারবে সে অবশ্যই সফল হবে।

আপনি যেহেতু ছাত্র আর ফ্রিল্যান্সিং করে পড়াশোনার খরচ চালাতে চাচ্ছেন, আপনি পারবেন কিন্তু উপরের কথাগুলো মনে রাখবেন। নয়তো হতাশ হয়ে ফিরে আসবেন। আপনি এখন থেকে একটু একটু করে স্কিল ডেভলাপ করতে থাকুন। আর আপনি বর্তমানে পড়াশোনার পাশাপাশি টিউশনি করে খরচ চালাতে পারেন।

কোন অনলাইন কোর্স বা কোচিং সেন্টার এর পাল্লায় পড়বেন না। তার থেকে অনলাইনে রির্সাচ করুন। ইউটিউবে ভিডিও দেখে শিখুন। অনলাইনে সব কিছু ফ্রিতে পেয়ে যাবেন। তারা হয়তো বলবে মাত্র ৫-১০ হাজার টাকা দিয়ে আমাদের কোর্সে ভর্তি হয়ে যান ১ মাসে সফল ফ্রিল্যান্সার হয়ে যাবেন কিন্তু আপনি কখনোই তা পারবেন না কারণ বাস্তবতা সম্পূর্ন ভিন্ন!

Comments

Popular posts from this blog

টাকার পর মাত্র লেখা হয় কেন?