Posts

Showing posts from May, 2022

25 বছর বয়সে কী কী করলে 45 বছর বয়সে আর্থিক স্বাধীনতা পাওয়া যাবে? (financial freedom)

আর্থিক স্বাধীনতা পাওয়ার জন্য ২০ বছর যথেষ্ট সময়। আপনি ২০ বছরের মধ্যে আর্থিক স্বাধীনতা চান তাহলে আপনাকে সে অনুযায়ী পরিকল্পনা করে আগাতে হবে। আপনি কোন দিকে যাবেন সেটা আপনাকে ২৫ বছরেই ঠিক করতে হবে। আপনি যদি চাকরি করে আর্থিক স্বাধীনতা অর্জন করতে চান তাহলে আপনাকে খুব হিসেব করে চলতে হবে। আপনি প্রতি মাসে যা আয় করবেন তার ৫০ ভাগ প্রয়োজনীয় খাতে খরচ করবেন, ৩০ ভাগ কম প্রয়োজনীয় খাত বা ইচ্ছে পূরণের খাতে ব্যয় করুন আর বাকি ২০ ভাগ সঞ্চয় করুন যা আপনি লাভজনক খাতে বিনিয়োগ করবেন। প্রতি মাসে ২০ শতাংশ অর্থ বিনিয়োগ তহবিলে রেখে যখন বিনিয়োগ করার মত ভাল পরিমাণ তহবিল হয়ে যাবে তখন বিনিয়োগ করুন। নিচের আর্টিকেলটি পড়তে পারেন। এখানে ১০ টি নতুন ব্যবসায়ের আইডিয়া পাবেন যেখানে আপনি বিনিয়োগ করতে পারেন। MD Sakib Afran

টিপস ব্যবহার করলে মানুষের খুব প্রিয় হওয়া যায় (বিজ্ঞানসম্মত ধাপ

সবার প্রথমে ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নটি জন্য। আমরা সর্বদাই সবার কাছে প্রিয় হতে চাই এই প্রিয় হওয়াটাকে বাণিজ্যিকভাবে বলা হয় ইনফ্লুয়েন্স মার্কেটিং অর্থাৎ আপনি যদি একবার সবার কাছে প্রিয় হয়ে যান তখন আপনি সবাইকে প্রভাবিত করার ক্ষমতা রাখতে পারেন। আর এভাবে আপনি যদি একটি পজিটিভ বিষয়কে ছড়িয়ে দিতে চান, তাহলে সহজেই সমাজকে পরিবর্তন করতে পারবেন ভাল কিছুর মাধ্যমে। আপনি যেকোনো পরিস্থিতিতে, যে কোনো জায়গায় যে কাউকে ইমপ্রেস করতে পারবেন এর জন্য আপনাকে চারটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করতে যাচ্ছি। পোস্টটি একটু বড় হতে পারে তবে একটু আগ্রহ সহকারে পুরোটা পড়বেন, তাহলে আপনি যে কাউকে প্রভাবিত করার ক্ষমতা রাখতে পারেন। সবার প্রথম আপনাকে একটি কানেকশন খুঁজে বের করতে হবে: আপনি যাদের কাছে প্রিয় ব্যক্তি হতে চাচ্ছেন তাদের সাথে প্রথমে সম্পর্ক স্থাপন করার জন্য একটি কানেকশন খুঁজে বের করতে হবে। এটাই হচ্ছে একটা মানুষের সাথে সম্পর্ক তৈরি করার প্রথম ধাপ। তাদের কানেকশন খুঁজে পেতে হলে আপনাকে তাদের কি প্রয়োজন, তাদের কি আগ্রহ, তাদের কি উদ্বেগ এবং তাদের কি প্রত্যাশা সেগুলোর প্রতি সবার আগে নজর দিতে হবে। মনে রাখতে হবে স...

ফোনে ডার্ক মোড অন করে রাখার সুবিধা কী?

 ফোনে ডার্ক মোড অন করে রাখার সুবিধা কী? বর্তমান সময়ে ডার্ক মোড বেশ ট্রেন্ডে আছে। সময়ের সাথে সাথে এর জনপ্রিয়তা বড়ছে। প্রায় সমস্ত অ্যাপ্লিকেশন এখন আপনাকে ডার্ক মোড এর সুবিধা প্রদান করে থাকে, এমনকি কিছু কিছু বিখ্যাত ওয়েবসাইট ও আপনাকে এটা ব্যবহারের অপশন প্রদান করে থাকে। ডার্ক মোড আসলে কী? ডার্ক মোড এমন একটি বস্তু যা আপনার অ্যাপ্লিকেশন সফটওয়ার এর ইউজার ইন্টারফেসে একটি ডার্ক অর্থাৎ কালো স্তরের সৃষ্টি করে। এই ডার্ক মোড এর ব্যাবহার প্রধানত এনার্জি সেভিং এবং স্ক্রীন এর চমক কমানোর জন্য করা হয়। আপনার মোবাইলে বা পার্সোনাল কম্পিউটারে ডার্ক মোড ব্যাবহার করার নানবিধ সুবিধা রয়েছে। ঠিক এইভাবে এইটি ব্যবহারের কিছু খারাপ দিক ও ডার্ক মোড এর সুবিধা: যদি আপনার ডিভাইস এ OLED(organic light-emitting diode) এবং AMOLED ডিসপ্লে রয়েছে তাহলে এই ডার্ক মোড আপনাকে ব্যাটারি পাওয়ার সেভিং এ সাহায্য করবে। যেহেতু ডার্ক মোড ব্যবহারের সময় ডিসপ্লের অধিকাংশ স্থান কালো হয়ে থাকে, এতে ডিসপ্লে থেকে আগত নীল আলোর পরিমাণ কমে যায়। তাছাড়াও ডিসপ্লে এর রিফ্লেকশন ও কম হয়। ডার্ক মোড ব্যবহারের সময় বেশির ভাগ স্থান কালো থাকায...

টাকার পর মাত্র লেখা হয় কেন?

  টাকার পরিমাণ ৫০০ টাকা হোক আর ৫ কোটি হোক, পরিমাণ লেখার সাথে ‘মাত্র’ লেখা হয়। আর অংকে লিখলে/= চিহ্ন ব্যবহার করা হয়। কিন্তু এর কারণ কী? প্রশ্ন জাগতে পারে, আপনি ব্যংক চেকে টাকার পরিমাণের সাথে কেন ‘মাত্র’ শব্দটি লিখলেন। ৫ কোটি টাকা তো আর মাত্র হতে পারে না। এটা নিশ্চয়ই অনেক টাকা! টাকার পরিমাণ যাই হোক না কেন, মাত্র লেখার একমাত্র কারণ হলো, নির্দিষ্টতা। টাকার অংক যখন শব্দের সাহায্যে লেখা হয়, তাতে যাতে অসদুপায়ে কেউ টাকার পরিমাণ বৃদ্ধি না করতে পারেন, সে উদ্দেশ্যেই টাকার পরিমাণের সাথে ‘মাত্র’ লেখা হয় এবং একই কারণে অংকে লেখার পরে /= চিহ্ন ব্যবহার করা হয়। (MD Sakib mia)