টিপস ব্যবহার করলে মানুষের খুব প্রিয় হওয়া যায় (বিজ্ঞানসম্মত ধাপ


সবার প্রথমে ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নটি জন্য। আমরা সর্বদাই সবার কাছে প্রিয় হতে চাই এই প্রিয় হওয়াটাকে বাণিজ্যিকভাবে বলা হয় ইনফ্লুয়েন্স মার্কেটিং অর্থাৎ আপনি যদি একবার সবার কাছে প্রিয় হয়ে যান তখন আপনি সবাইকে প্রভাবিত করার ক্ষমতা রাখতে পারেন।

আর এভাবে আপনি যদি একটি পজিটিভ বিষয়কে ছড়িয়ে দিতে চান, তাহলে সহজেই সমাজকে পরিবর্তন করতে পারবেন ভাল কিছুর মাধ্যমে।

আপনি যেকোনো পরিস্থিতিতে, যে কোনো জায়গায় যে কাউকে ইমপ্রেস করতে পারবেন এর জন্য আপনাকে চারটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করতে যাচ্ছি।

পোস্টটি একটু বড় হতে পারে তবে একটু আগ্রহ সহকারে পুরোটা পড়বেন, তাহলে আপনি যে কাউকে প্রভাবিত করার ক্ষমতা রাখতে পারেন।

  1. সবার প্রথম আপনাকে একটি কানেকশন খুঁজে বের করতে হবে:

আপনি যাদের কাছে প্রিয় ব্যক্তি হতে চাচ্ছেন তাদের সাথে প্রথমে সম্পর্ক স্থাপন করার জন্য একটি কানেকশন খুঁজে বের করতে হবে। এটাই হচ্ছে একটা মানুষের সাথে সম্পর্ক তৈরি করার প্রথম ধাপ।

তাদের কানেকশন খুঁজে পেতে হলে আপনাকে তাদের কি প্রয়োজন, তাদের কি আগ্রহ, তাদের কি উদ্বেগ এবং তাদের কি প্রত্যাশা সেগুলোর প্রতি সবার আগে নজর দিতে হবে।

মনে রাখতে হবে সবার প্রথম আপনাকে কোন কিছু বলা যাবে না, তাদের আগ্রহ তাদের, উদ্বেগ এবং তাঁদের কী প্রয়োজন আছে সেগুলো শুনতে হবে

উদাহরণ হিসেবে, একজন স্মার্টফোন দোকানদারের কাছে এসে একটি কাস্টমার বলল যে যখন আমার স্মার্টফোনের ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তখন কিন্তু আমার খুব বিরক্ত লাগে।

তাহলে এখানে স্মার্টফোন দোকানদারের জন্য কানেকশন হলো তার কাস্টমারের ব্যাটারির চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়া।


MD.Sakib YT

Comments

Popular posts from this blog

টাকার পর মাত্র লেখা হয় কেন?